একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশত আসনে নতুন মুখ
মাশরাফি বিন মুর্তজা (বামে), শেখ তন্ময়, সাইফুজ্জামান শিখর ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

২৩০ আসনে দলীয় মনোনয়ন পাওয়া নেতাদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রায় অর্ধশত আসনে এসেছে নতুন মুখ। 

নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), ডা. আবদুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মে. জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২) প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন, সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), শেখ তন্ময় (বাগেরহাট-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), মহিবুর রহমান মহিব (পটুয়াখালী-৪)

শ.ম রেজাউল করিম (পিরোজপুর-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), মুরাদ হাসান (জামালপুর-৪), শহিদুল ইসলাম (নাটোর-১) রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), মানু মজুমদার (নেত্রকোনা-১) আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩) নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান (ঢাকা-১৩), চলচ্চিত্র নায়ক ফারুক (ঢাকা-১৭), বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), কামরুল আশরাফ খান (নরসিংদী-২) জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), সাবেক সচিব মঞ্জুর হোসেন (ফরিদপুর-১), আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাদ মেরী (কুমিল্লা-২), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), জাফর আলম (কক্সবাজার-১), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪) ও দীপংকর তালুকদার (রাঙ্গামাটি)  এদিকে কিছু আসনে বর্তমান এমপির সঙ্গে রাখা হয়েছে নতুন আরেকজন করে প্রার্থী। দু’জনকেই দেয়া হয়েছে দলীয় মনোনয়নের চিঠি। এর মধ্যে (কিশোরগঞ্জ-১) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে রাখা হয়েছে মশিউর রহমান হুমায়ুনকে। ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার সাথে রয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। কুষ্টিয়া-৪ আসনে আবদুর রউফের সঙ্গে নতুন করে রয়েছেন সেলিম আফতাব জর্জ। পটুয়াখালী-২ আসনে শাহাজাহান মিয়ার সঙ্গে নতুন করে রাখা হয়েছে সামসুল হক রেজাকে। পটুয়াখালী-৩ আসনে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে রয়েছেন এসএম শাহজাদা। জামালপুর-৫ আসনে রেজাউল করিম হীরার সঙ্গে মোজাফফর হোসেনকে রাখা হয়েছে

বাংলাদেশের স্বাদুপানির মাছ - Freshwater fish of Bangladesh
হজসনের উড়ন্ত কাঠবিড়ালী-Hodgson's giant flying squirrel
দেশি রেসাস বানর বা লাল বান্দর-Rhesus Macaque
এশীয় বুরুশ-লেজি সজারু-Asiatic brush-tailed porcupine
যুক্তরাষ্ট্রের তরুণীকে বিয়ে করা বরিশালের সেই রং মিস্ত্রি মারা গেছেন!
চরফ্যাসনে যুবতীকে গণধর্ষণের অভিযোগ ॥ গ্রেফতার -২
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী-New schedule of Panchagarh Express train
২০২২ সালের সেরা করদাতা
সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা - First aid for snake bite
এনজিও তালিকা বাগেরহাট - NGO List Bagerhat