বাংলাদেশের উভচর ও সরীসৃপের তালিকা - List of amphibians and reptiles in Bangladesh
List of amphibians and reptiles in Bangladesh

বাংলাদেশের উভচর ও সরীসৃপের তালিকা - List of amphibians and reptiles in Bangladesh

বাংলাদেশের সরীসৃপের ভেতরে পড়ে কচ্ছপ, কাইট্টা ও কাছিম যাদের প্রজাতি সংখ্যা ২৯টি, সরীসৃপের ভেতর আরো আছে গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই সাপ যাদের প্রজাতি সংখ্যা ৩২টি, বাংলাদেশের সাপের প্রজাতি সংখ্যা ৯৪টি, এবং বাংলাদেশের কুমির ও ঘড়িয়ালের প্রজাতি সংখ্যা তিনটি। সব মিলিয়ে বাংলাদেশের সরীসৃপ প্রজাতির সংখ্যা হয় ১৫৮ টি।

আরো পড়ুন:  বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের তালিকা

বাংলাদেশের উভচর প্রজাতির তালিকা

বাংলাদেশে তিন প্রজাতির কুমির আছে। মিঠা পানির কুমির, নোনা পানির কুমির ও মেছো কুমির বা ঘড়িয়াল। এর মধ্যে মিঠা পানির কুমির বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঘড়িয়াল এক সময় বাংলাদেশের সবগুলো ছোট-বড় নদী, খাল, এমনকি অনেক সময় দীঘি ও বড় পুকুরে পর্যন্ত পাওয়া যেত। ১৯৫০ সাল পর্যন্তও ঘড়িয়ালের প্রাচুর্য বাংলাদেশে ছিল। কিন্তু এখন এদের অস্তিত্ব আছে মাত্র কয়েকটি বড় নদীতে তথা পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রে। এদের সংখ্যা এত কমে গেছে যে, অচিরেই এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এদের সর্বমোট সংখ্যা এখন ৩০টির বেশি নয়।

বাংলাদেশের কুমির ও ঘড়িয়াল পরিবারের ৩ টি প্রজাতি রয়েছে- 

বাংলা নামইংরেজি নাম
বৈজ্ঞানিক নাম
স্বাদুপানির কুমির
mugger crocodile
Crocodylus palustris
লোনা পানির কুমির
saltwater crocodile
Crocodylus porosus
ঘড়িয়াল
Gharial
Gavialis gangeticus

বাংলাদেশের ব্যাঙ

পৃথিবীর সুন্দর একটি প্রাণী ব্যাঙ। ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা জীবনধারণের জন্য কখনও ডাঙায় আবার কখনও জলে বিচরণ করে। বাংলাদেশের নদী-নালা, খাল-বিল, পাহাড়, বনজঙ্গলসহ প্রায় সব জায়গাতেই বিভিন্ন প্রজাতির ব্যাঙ দেখা যায়।                          

বাংলাদেশের উভচরের ভেতরে আছে কচ্ছপ এবং ব্যাঙ। বাংলাদেশে প্রায় ৪০ প্রজাতির ব্যাঙ পাওয়া যায়। বাংলাদেশের ব্যাঙে প্রজাতির বাংলা নাম,ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম নিম্নে তুলে ধরা হলো-

পরিবার: Bufonidae

০১. কুনোব্যাঙ, Asian common Toad, Bufo melanostictus

০২. মার্বেল কুনোব্যাঙ, Marbled Toad, Bufo stomaticus

পরিবার: Dicroglossidae

০৩. কটকটি ব্যাঙ, Skipper Frog, Euphlyctis cyanophlyctis

০৪. সবুজ ব্যাঙ, Green Frog, Euphlyctis hexadactylus

০৫. যাইযাই ব্যাঙ, Cricket Frog, Fejervarya limnocharis

০৬. বন যাইযাই ব্যাঙ, Forest Cricket Frog, Fejervarya syhadrensis

০৭. জার্ডনের কোলা ব্যাঙ, Jerdon’s Bullfrog, Hoplobatrachus crassus

০৮. দেশি সোনাব্যাঙ, Indian Bullfrog, Hoplobatrachus tigerinus

০৯. প্রসারিত মুখ ব্যাঙ, Protuberant Mouthed Frog, Occidozyga borealis

১০. ছাগল ডাকা ব্যাঙ, Floating Frog, Occidozyga lima

১১. বামন ব্যাঙ, Burrowing Frog, Sphaerotheca breviceps

১২. লাল চক ব্যাঙ, Smith’s Litter Frog, Leptobrachium smithi

১৩.বাংলাদেশী ঝিঁ ঝিঁ ব্যাঙ,Bangladeshi cricket frog,Zakerana asmati

আরো পড়ুন: বাংলাদেশের সংরক্ষিত মাছের তালিকা

পরিবার: Megophryidae

১৪. মুকুট ব্যাঙ, Crown frog, Xenophrys perva

১৫. সরুমুখো অনর ব্যাঙ, Stripe Sticky Frog, Kalophrynus interlineatus

পরিবার: Microhylidae

১৬. রঙিন ভেনপু ব্যাঙ, Painted Bull Frog, Kaloula pulchra

১৭. চিত্র বেলুন ব্যাঙ, Painted Balloon Frog, Kaloula taprobanica

১৮. বাদো লাউবিচি ব্যাঙ, Berdmore’s Narrow-mouthed Frog, Microhyla berdmorei

১৯. নীলফামারীয়া সরুমাথা ব্যাঙ,:Nilphamarian narrow-mouthed frog,Microhyla nilphamariensis

২০. ছোট লাউবিচি ব্যাঙ, Ornate Narrow-mouthed Frog, Microhyla ornata

২১. লাল পিঠ লাউবিচি ব্যাঙ, Red Narrow-mouthed Frog, Microhyla rubra

২২.মুখলেসের লাউবিচি ব্যাঙ,mukhles's narrow-mouthed frog,Microhyla rubra

২৩. ময়মনসিংহের লাউবিচি ব্যাঙ,mymensingh,narrow-mouthed frog,Microhyla mymensinghensis

২৪. সরুমুখো বামন ব্যাঙানু, Narrow-mouthed froglet, Micryletta inornata

২৫. পটকা ব্যাঙ, balloon Frog, Uperodon globulosus

পরিবার: Ranidae

২৬. ঝর্ণাসুন্দরী ব্যাঙ, Beautiful Stream Frog, Amolops marmoratus

২৭. সোনালী পাহাড়ী ব্যাঙ, Pointed-headed Frog, Clinotarsus alticola

২৮. সুকর ডাকা ব্যাঙ, Groaning Frog, Humerana humeralis

২৯. সবুজ ধানী ব্যাঙ, Green Paddy Frog, Hylarana erythraea

৩০. দুই দাগবিশিষ্ট সবুজ ব্যাঙ, Two-striped Grass Frog, Hylarana taipehensis

৩১. বাংলা পানা ব্যাঙ, Bengal Leaping Frog, Hylarana tytleri

৩২. মুরগিডাকা ব্যাঙ, Cope’s Frog, Sylvirana leptoglossa

৩৩. কালো ফোটা ব্যাঙ, Dark-sided Frog, Sylvirana nigrovittata

৩৪.খারের স্রোতের ব্যাঙ,Indian flying frog,Pterorana khare

পরিবার: Rhacophoridae

৩৫. ছোট গেছো ব্যাঙ, Annaldale Tree Frog, Chiromantis simus

৩৬. দুইদাগি বাশী ব্যাঙ, Tree Frog, Chiromantis vittatus

৩৭. পাটি গেছো ব্যাঙ, Four-lined Tree Frog, Polypedates leucomystax

৩৮. বাঁশ গেছো ব্যাঙ, Bamboo Tree Frog, Polypedates maculates

৩৯. লাল পা গেছো ব্যাঙ, Htun Win’s Tree Frog, Rhacophorus htunwini

৪০. বোদো সবুজ গেছো ব্যাঙ, Large Tree Frog, Rhacophorus maximus

পরিবার: Chikilidae

৪১.ফুলারের চিকিলা, Fuller’s Caecilian, Chikila fulleri

আরো পড়ুন:  বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

বাংলাদেশের কচ্ছপ

কচ্ছপ মাংসাশী ও তৃণভোজী উভচর জাতীয় প্রাণী। মানুষের খাদ্য হিসাবে কচ্ছপের ব্যবহার দিন দিন বাড়তে থাকায় অতিরিক্ত আহরণ ও পরিবেশের বিপর্যয়ের দরুন বাংলাদেশে কচ্ছপের জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। তাছাড়াও কচ্ছপ রপ্তানী পণ্য বিধায় প্রতি বছর এর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। কচ্ছপের বাসস্থানের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ভারসাম্যপূর্ণ আহরণ নিশ্চিত করতে না পারলে শীঘ্রই এদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে পড়বে।

বাংলাদেশে কচ্ছপের ২৯টি  প্রজাতি রয়েছে। বাংলাদেশে কচ্ছপের ২৯টি  প্রজাতির বাংলা নাম,ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম নিম্নে তুলে ধরা হলো-

বাংলা নাম
ইংরেজি নাম
বৈজ্ঞানিক নাম
ত্রিরেখা ডিবা কাইট্টা
Indian roofed turtle
Pangshura tecta
দেশি কড়ি কাইট্টা
three-striped roofed turtle
Batagur dhongoka
দেশি কালী কাইট্টা
Indian black turtle
Melanochelys trijuga
দেশি ছোটমাথা চিত্রা তরুণাস্থি কাছিম
Indian narrow-headed softshell turtle
Chitra indica
দেশি মাঝারি কাইট্টা
Indian tent turtle
Pangshura tentoria
ধুম তরুণাস্থি কাছিম
Indian peacock softshell turtle
Nilssonia hurum
পাহাড়ি তরুণাস্থি কাছিম
Asiatic Softshell Turtle
Amyda cartilaginea
বড় কড়ি কাইট্টা
Brown roofed turtle
Pangshura smithii
বড় চামট সাগর কাছিম
leatherback sea turtle
Dermochelys coriacea
অ্যাম্বন ডিবা কাইট্টা
Amboina box turtle 
Cuora amboinensis
এশীয় পাতা কাইট্টা
Asian leaf turtle
Cyclemys dentata
এশীয় শিলা কচ্ছপ
Asian forest tortoise
Manouria emys
ওল্ডহ্যামের পাতা কাইট্টা
Oldham's leaf turtle
Cyclemys oldhamii
কালা চিত্রা দীঘি কাইট্টা
black pond turtle
Geoclemys hamiltonii
কেটো কচ্ছপ
Northern river terrapin
Batagur baska
ক্যান্টরের জাতা তরুণাস্থি কাছিম
Cantor's giant softshell turtle
Pelochelys cantorii
গঙ্গা তরুণাস্থি কাছিম
 Indian softshell turtle
Nilssonia gangetica
জলপাইরঙা সাগর কাছিম
Olive ridley sea turtle
Lepidochelys olivacea
ত্রি-খিলা স্থল কচ্ছপ
Tricarinate hill turtle 
Melanochelys tricarinata
বাংলা হলুদ কাইট্টা
Bengal Eyed Turtle
Morenia petersi
বোস্তামীর কাছিম
Black softshell turtle
Nilssonia nigricans
মুকুটি নদ-কাছিম
Brahminy river turtle 
Hardella thurjii
মুগুরমাথা সাগর কাছিম
loggerhead sea turtle
Caretta caretta
লাল-মুকুটি কড়ি কাইট্টা
red-crowned roofed turtle
Batagur kachuga
শিকরেঠুঁটি সাগর কাছিম
hawksbill sea turtle
Eretmochelys imbricata
সবুজ সাগর কাছিম
green sea turtle
Chelonia mydas
সিলেটি কড়ি কাইট্টা
Assam roofed turtle
Pangshura sylhetensis
সুন্দি কাছিম
Indian flapshell turtle
Lissemys punctata
হলুদ পাহাড়ি কচ্ছপ
Elongated Tortoise
Indotestudo elongata

আরো পড়ুন: বাংলাদেশের ফলের তালিকা

বাংলাদেশের সরীসৃপ

বাংলাদেশের সরীসৃপ হচ্ছে কচ্ছপ ও সাপ, গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই সাপ এবং কুমির ও ঘড়িয়াল ইত্যাদি প্রজাতির বিস্তারিত আলোচনা। সরীসৃপ বা Reptilia (L. reptum = creep) শ্রেণীর মধ্যে টিকটিকি, সাপ, কচ্ছপ, কাছিম, কুমির, এলিগেটর, tuataras অন্তর্ভুক্ত।

বাংলাদেশের সরীসৃপ শ্রেণীতে squamata বর্গে ১৭ টি গনে ৬ টি পরিবারের মোট ৩২ টি প্রজাতিকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই সাপ নামে চেনে। এছাড়া বাংলাদেশের সরীসৃপ squamata বর্গে আরো ৭ টি পরিবারে ৪৬ টি গনে মোট ৯১ টি প্রজাতিকে মানুষ সাপ বলে চেনে।

আরো পড়ুন: বাংলাদেশের মাছের তালিকা

বাংলাদেশের  গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই সাপ 

এদেশের সরীসৃপ শ্রেণীতে squamata বর্গে ১৭ টি গনে ৬ টি পরিবারের মোট ৩২ টি প্রজাতির বাংলা নাম,ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম নিম্নে তুলে ধরা হলো-

বাংলা নাম
ইংরেজি নাম 
 বৈজ্ঞানিক নাম
চওড়া-লেজি টিকটিকি
Flat-tailed Gecko
Hamidactylus platyurus
লম্বা-লেজি গিরগিটি
Long-tailed Lizard
Takydromus khasiensis
বাগান অঞ্জনCommon Skink
Eutropis carinatus
ব্রোঞ্জ ঘাস অঞ্জন
Bronze Grass SkinkEutropis macularius
সাদা চিতি অঞ্জন
White-spotted Supple SkinkLygosoma albopunctata
বাউরিঙ্গা অঞ্জন
Bowring’s Supple Skink
Lygosoma bowringii
চটপটানি অঞ্জন
Striped Writhing Skink
Lygosoma lineolata
চিতি অঞ্জনSpotted Supple Skink
Lygosoma punctata
দাগী আচিল
Striped Skink
Mabuya dissimilis
হলদে-পেট আচিল
Reeves’s Ground Skink
Scincella reevesii
হিমালয়ী বন আচিল
Himalayan Litter Skink
Sphenomorphus indicus
চিতি বন আচিল
Spotted Litter Skink
Sphenomorphus maculatus
জলার আচিলWater SkinkTropidophorus assamensis
ঝিলিক আচিল
Burmese Glass LizardOphisaurus gracilis
বাংলা গুঁইসাপ
Bengal monitor
Varanus bengalensis
সোনা গুই
Yellow Monitor
Varanus flavescens
বড় গুইসাপ বা রাম গুই
Asian water monitor
Varanus salvator
হার্ডউইকের গিরগিটিLesser AgamaBrachysaura minor
বন যুথিয়াল গিরগিটিForest Crested Lizard
Calotes emma
সবুজ গিরগিটি
Green Garden Lizard
Calotes jerdoni
দেশি বাগান গিরগিটি
Oriental garden lizard
Calotes versicolor
ব্লান্ডফোর্ডের উড়ন্ত টিকটিকিBlandford’s Flying Lizard
Draco blandfordii
চিতি উড়ন্ত টিকটিকি
Spotted Gliding Lizard
Draco maculatus
নীল-গলা গিরগিটি
Blue-throated Lizard
Ptyctolaemus gularis
খাসিয়া তক্ষক
Khasi Hills Bent-toed Gecko
Crytodactylus khasiensis
চিতা তক্ষকChittagong Leopard GeckoEublepharis hardwickii
দেশি ঘর তক্ষক
South Asian Giant house Gecko
Gekko gekko
পুবদেশি ঘর টিকটিকি
Oriental Leaf-toed Lizard
Hamidactylus bowringii
চিতি ঘর টিকটিকি
Spotted House Lizard
Hamidactylus brook
বাংলা বড় ঘর টিকটিকি
Bengal House Lizard
Hamidactylus flaviviridis,
চিতি পাম টিকটিকি
Spotted House Palm Lizard
Hamidactylus frenatus
গার্নটের দোলা টিকটিকি
Garnot’s Gecko
Hamidactylus garnotti

আরো পড়ুন:  বাংলাদেশের উভচর ও সরীসৃপের তালিকা

বাংলাদেশের সাপের তালিকা

বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ আছে। বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯১টি প্রজাতির যেগুলোকে দেশবাসি সাপ বলে ডাকে সেই ৯১টি প্রজাতি এবং বাংলাদেশের সাপের তালিকায় পরবর্তীতে যুক্ত অন্য তিনটি প্রজাতির পরিবারসহ মোট ৯৪টি প্রজাতির নামের তালিকায় বাংলা নাম,ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম নিম্নে তুলে ধরা হলো-

পরিবার: অন্ধ সাপ Typhlopidae, Merrem, ১৮২০ এই পরিবারে ২ টি গনে ৪ টি প্রজাতি

১.ব্রাহ্মনী দুমুখো সাপ, Bramini Blind Snake, Ramphotyphlops braminus

২.ডায়ার্ডের দুমুখো সাপ, Diard’s Blind Snake, Typhlops diardii

৩.জার্ডনের দুমুখো সাপ, Jerdon’s Blind Snake, Typhlops jerdoni

৪.সুরু দুমুখো সাপ, Slender Worm Snake, Typhlops porrectus

পরিবার: আঁচিল সাপ Acrochordidae, Bonaparte, ১৮৩১ এই পরিবারে ১ টি গনে ১ টি প্রজাতি

৫.পশ্চিমা আঁচিল সাপ, Western Wart Snake, Acrochordus granulatus

পরিবার: বোইডি ও পাইথন Boidae, গ্রে, ১৮২৫  এই পরিবারে ২ টি গনে ৩ টি প্রজাতি

৬.রুসেলের পাতি বালুবোরা, Russel’s Sand Boa, Gongylophis conicus

৭.দেশি অজগর, Indian Rock Python, Python Molurus

৮.জালি অজগর, Reticulated Python, Python reticulatus

আরো পড়ুন: বাংলাদেশের পাখির তালিকা

পরিবার: কলুব্রিডি (Colubridae), Oppel, ১৮১১ এই পরিবারে ২৫ টি গনে ৫৬ টি প্রজাতি

৯.পাতি লাউডগা সাপ, Common Whip Snake, Ahaetulla nasuta

১০.ছোট-নাক লাউডগা সাপ, Short-nosed Vine Snake, Ahaetulla prasina

১১.হিমালয়ী ধোরা সাপ, Himalayan Mountain Keelback, Amphiesma platyceps

১২.সাইবোল্ডের মাইটা সাপ, Siebold’s Keelback, Amphiesma sieboldii

১৩.দাগি ধোরা সাপ, Striped Keelback, Amphiesma stolata

১৪.পাহাড়ি মাইট্টা সাপ, Cherrapunji Keelback, Amphiesma xenura

১৫.ভেনিং-এর মাইট্টা সাপ, Venning's Keelback Snake, Amphiesma venningi

১৬.ব্যান্ডকাটা রেসার সাপ, Banded Racer, Argyrogena fasciolata

১৭.জলপাইরঙা মাইট্টা সাপ, Olive Keelback Water Snake, Atretium schistosum

১৮.ব্লাইদের সিলেটি সাপ, Blyth's reticulated snake, Blythia reticulata

১৯.সবুজ ফণিমনসা, Green Cat Snake, Boiga cyanea

২০.বাংলার ফণিমনসা, Bengal Cat Snake, Boiga cynodon

২১.পুবের ফণিমনসা, Eastern Cat Snake, Boiga gokool

২২.চিত্রিত ফণিমনসা, Large-spotted Cat Snake, Boiga multomaculata

২৩. খয়েরি ফণিমনসা, Tawny Cat Snake, Boiga ochracea

২৪. চোখি ফণিমনসা, Eyed Cat Snake, Boiga siamensis

২৫. পাতি ফণিমনসা, Common Indian Cat Snake, Boiga trigonata

২৬. কুকুরমুখা নোনা বোরা, Dog-faced Water Snake, Cerberus rynchops

২৭. কালনাগিনী, Ornate Flying Snake, Chrysopelea ornata

২৮. পাতি দুধরাজ সাপ, Common Trinket Snake, Coelognathus helenus

২৯. তামাটেমাথা দুধরাজ সাপ, Copper Head Trinket Snake, Coelognathus radiatus

৩০. জলপাইরঙা বেত আঁচড়া, Green Bronzeback Tree Snake, Dendrelaphis cyanochloris

৩১. ব্যান্ড বেত আঁচড়া, Painted Bronzeback Tree Snake, Dendrelaphis pictus

৩২. পাতি বেত আঁচড়া, Common Bronzeback Tree Snake, Dendrelaphis tristis

৩৩. দেশি ডিমখোর, Indian Egg-eater, Elachistodon westermanni

৩৪. দুসুমিরের পাইন্না সাপ, Dussumier’s Smooth Water Snake, Enhydris dussumieri

৩৫. পাতি পাইন্না সাপ, Common Smooth Water Snake, Enhydris enhydris

৩৬. সাইবোল্ডের পাইন্না সাপ, Siebold’s Smooth Water Snake, Enhydris sieboldii

৩৭. কাকড়াভুক পাইন্না সাপ, Crab-eating/White-bellied Water Snake, Fordonia leucobalia

৩৮. উজ্জ্বল প্যারাবন সাপ, Glossy Marsh Snake, Gerarda prevostiana

৩৯. মুখোসী পাইন্না সাপ, Masked/Puff-faced Water Snake, Homalopsis buccata

৪০. ছোট দাগিগলা সাপ, Lesser Stripe-necked Snake, Liopeltis calamaria

৪১. পাতি ঘরগিন্নি সাপ, Common Wolf Snake, Lycodon aulicus

৪২. দাগি ঘরগিন্নি সাপ, Banded Wolf Snake, Lycodon fasciatus

৪৩. হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ, Yellow-speckled wolf Snake, Lycodon jara

৪৪. জাউয়ের ঘরগিন্নি সাপ, Zaw’s Wolf Snake, Lycodon zawi

৪৫. সবুজ ধোরা/মাইটা সাপ, Green Keelback Snake, Macropisthodon plumbicolor

৪৬. পাকড়া উদয় কাল, White-barred Kukri, Oligodon albocinctus

৪৭. বলয় উদয় কাল, Banded Kukri Snake, Oligodon arnensis

৪৮. কালো দাগি উদয় কাল, Black-barred Kukri Snake, Oligodon cinereus

৪৯. ক্যান্টরের উদয় কাল, Cantor’s Kukri Snake, Oligodon cyclurus

৫০. বাংলার উদয় কাল, Bangalese Kukri Snake, Oligodon dorsalis

৫১. রাসেলের উদয় কাল, Russell’s Kukri Snake, Oligodon taeniolatis

৫২. মান্দালয় উদয় কাল, Mandalay Kukri Snake, Oligodon theobaldi

৫৩. লাল বাঁশ সাপ, Red bamboo snake, Oreocryptophis porphyraceus

৫৪. দার্জিলিং শামুক-খোর, Darjeeling Snail-eater, Pareas macularia

৫৫. আসামি শামুক-খোর, Assam Snail-eater, Pareas monticola

৫৬. পাহাড়ি সাপ, Mock Viper, Psammodynastes pulverulentus

৫৭. ইন্দো-চিনা ধারাজ সাপ, Indo-Chinese Rat Snake, Ptyas korros

৫৮. দেশি ধারাজ সাপ, Indian Rat Snake, Ptyas mucosa

৫৯. সবুজ ধারাজ সাপ, Green Rat Snake, Ptyas nigromintata

৬০. লালগলা সাপ Red-necked keelback, Rhabdophis subminiatus.

৬১. ক্যান্টরের কালোমাথা সাপ, Cantor’s Black-headed Snake, Sibynophis Sagittarius

৬২. ডুমেরিলের কালোমাথা সাপ, Dumeril’s Black-headed Snake, Sibynophis subpunctatus

৬৩. গুন্থারের সুরু সাপ, Gunther’s Oriental Slender Snake, Trachischium guntheri

৬৪. আসামি সুরু সাপ, Assam Oriental Slender Snake, Trachischium monticola

৬৫. কমলাপেট সুরু সাপ, Orange-bellied Oriental Slender Snake, Trachischium tenuiceps

৬৬. কালো পেট ধোরা সাপ, Dark-bellied Marsh Snake, Xenochrophis cerasogaster

৬৭. নক্সী ধোরা সাপ, Checkered Keelback, Xenochrophis piscator

পরিবার: ইলাপিডি Elapidae, F. Boie, ১৮২৭ এই পরিবারে ৫ টি গনে ১০ টি প্রজাতি

৬৮. পাতি কাল কেউটে, Common Krait, Bungarus caeruleus

৬৯. ডোরা কাল কেউটে, Banded Krait, Bungarus fasciatus

৭০. ছোট কাল কেউটে, Lesser Black Krait, Bungarus lividus

৭১. কালাচ সাপ বা কাল কেউটে, Black Krait, Bungarus niger

৭২. ওয়ালের কাল কেউটে, Wall’s Krait, Bungarus walli

৭৩. সুরু প্রবাল সাপ, Slender Coral Snake, Calliophis melanurus

৭৪. পদ্ম গোখরো, Monocled/Monocellate Cobra, Naja kaouthia

৭৫. খইয়া গোখরো, Spectacle/Binocellate Cobra, Naja naja

৭৬. রাজ গোখরো, King Cobra, Ophiophagus hannah

৭৭. ম্যাক্লেলান্ডের প্রবাল সাপ, Macclelland’s Coral snake, Sinomicrurus macclellandi

আরো পড়ুন:  বাংলাদেশের স্বাদুপানির মাছ

পরিবার: হাইড্রফিডি Hydrophiidae, Boie, 1827, এই পরিবারে ৮টি গণে ১২টি প্রজাতি

৭৮. ডাউডিনের সামুদ্রিক সাপ, Daudin’s Sea Snake, Disteira nigrocincta

৭৯. বড়শিনাক সামুদ্রিক সাপ, Hook-nosed Sea Snake, Enhydrina schistosa

৮০. কাল-হলুদ বলয়ে সামুদ্রিক সাপ, Annulated Sea Snake, Hydrophis cyanocinctus

৮১. ডোরা সামুদ্রিক সাপ, Striped Sea Snake, Hydrophis fasciatus

৮২. মোহনা সামুদ্রিক সাপ, Estuarine Sea Snake, Hydrophis obscurus

৮৩. বইঠা টেবি সাপ, Shaw’s/Malabar Sea Snake, Lepemis curtus

৮৪. হলুদমুখো সামুদ্রিক কেউটে, Yellow-lipped Sea Krait, Laticauda colubrina

৮৫. কালোবলয়ী সামুদ্রিক কেউটে, Black-banded Sea Krait, Laticauda laticaudata

৮৬. ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপ, Cantor’s Narrow-headed Sea Snake, Microcephalophis cantoris

৮৭. ছোটমাথা সামুদ্রিক সাপ, Narrow-headed Sea Snake, Microcephalophis gracilis

৮৮. হলুদপেট রঙিলা সাপ, Yellorbelly Sea Snake, Pelamis platurus

৮৯. মালাক্কা সামুদ্রিক সাপ, Malacca Sea Snake, Polyodontognathus caerulescens

পরিবার: ভাইপারিডি Viperidae, Oppel, 1811, এই পরিবারে ৩টি গণে ৫টি প্রজাতি

৯০. রাসেলের চন্দ্রবোড়া, Russell’s Viper, Daboia russellii

৯১. পাহাড়ি বোরা, Mountain Pit Viper, Ovophis monticola

৯২. সাদাঠোটি সবুজ বোরা সাপ, White-lipped Tree Viper, Trimeresurus albolabris

৯৩. দাগিলেজা সবুজ বোরা, Spot-tailed Pit Viper, Trimeresurus erythrurus

৯৪. পপের লাল ফিতে সবুজ বোরা, Pop’s Pit Viper, Trimeresurus popeiorum

২০১৯ সালে সরকারি ছুটি ২২ দিন
কোরবাণী ঈদকে সামনে রেখে আমতলীতে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, বিক্রি কম
স্মার্ট কার্ডের ভুল সংশোধনে প্রয়োজনীয় তথ্য
ঢাবির অধিভুক্ত -৭টি কলেজ পরীক্ষা জানুয়ারিতে শুরু
বাংলাদেশের প্রধান মন্ত্রীদের তালিকা
লজ্জাবতী বানর-Bengal slow loris
উদবিলাই, ভোদড়-Asian small-clawed otter
প্যারা হরিণ-Hog Deer
শুশুক-Ganges River Dolphin
সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা - First aid for snake bite