lesser mouse-deer
ছোট ফইট্টা বা খুরঅলা ফইট্টা হচ্ছে ট্রাগুলিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী প্রজাতি।
ইংরেজি নাম: lesser mouse-deer বা kanchil বা lesser Malay chevrotain
বৈজ্ঞানিক নাম:Tragulus kanchil
বিবরণঃ
এটি খুরঅলা সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী। এটি পূর্ণবয়স্ক হলে উচ্চতা হয় ৪৫ সেমি বা ১৮ ইঞ্চি এবং ওজন ২ কেজি। এরা বুনো কুকুরের শিকারের কারণে বিপদগ্রস্ত।
বিস্তৃতিঃ
খুরঅলা ফইট্টা ইন্দোচীন, বার্মা, ব্রুনেই, কম্বোডিয়া, চীনের দক্ষিণ ইয়েনান, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ও ভিয়েতনামে পাওয়া যায়।
অবস্থাঃ
আইইউসিএন খুরঅলা ফইট্টাকে ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে বিবেচনা করে থাকে। বাংলাদেশ থেকে এটি ১৯৮০’র দশকে বিলুপ্ত হয়েছে। মাংস সুস্বাদু ও প্রাণীটি বন্য হওয়ায় আমাদের দেশের মানবেরা এটিকে ধরে, মেরে, খেয়ে শেষ করে ফেলেছে।