Wild boar
বন্য শুয়োর,দেশি বন শুকর, বুনো শূকর যা বন্য শূকর নামেও পরিচিত। গৃহপালিত শূকরের এরা পূর্বপুরুষ। প্রজাতিটি এখন বিশ্বের অন্যতম স্তন্যপায়ী প্রাণী।
ইংরেজি নাম: Wild boar বা wild swine বা Eurasian wild pig
বৈজ্ঞানিক নাম: Sus scrofa
বর্ণনাঃ
প্রাণীটির মাথা খুব বড়। দৈর্ঘ্য ১৩৫ সেমি, লেজ ২৫ সেমি। উচ্চতা ৫৫-১১০ সেমি ও ওজন ৯০-১০০ কেজি। পুরুষ শূকর ওজন ও আকারে বড় হয়। চোখ ছোট এবং কান লম্বা ও চওড়া। প্রাণীটি সর্বোচ্চ ঘন্টায় ৪০ কিমি দৌড়াতে পারে এবং ১৪০-১৫০ সেমি উচ্চতায় লাফ দিতে পারে। সর্বোচ্চ আয়ুষ্কাল ১০-১৪ বছর। বন্দী শুয়োরগুলি ২০ বছর ধরে বেঁচে আছে।
স্বভাবঃ
এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সর্বভুক প্রাণী। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে খাবারের সন্ধানে বুনো শূকর দলবেঁধে আসে। ছোট থেকে বড় সব বয়সীদের সমন্বয়ে গঠিত তাদের এই দল। এ দলের সবচেয়ে বড় বুনো শূকরটি সাধারণত দলনেতা। তার নেতৃত্বেই তাদের দলগত এগিয়ে যাওয়ার নির্দেশনা আসে।
প্রজননঃ
এদের প্রজননকাল সারাবছর। প্রায় তিন বা সাড়ে তিন মাস গর্ভধারণের পর চারটা থেকে বারোটা বাচ্চার জন্ম দেয়। এদের জীবনকাল প্রায় একযুগ।
খাদ্য তালিকাঃ
ফল, মূল, লতা, পাতা, গাছের শিকড় থেকে শুরু করে উঁইপোকার ঢিবি, পিঁপড়ের ঢিবি, পাখি, পাখির বাচ্চা, ডিম বিভিন্ন প্রাণীর মাংস এদের খাবার তালিকা।
বিস্তৃতিঃ
বন্য শূকর বোরিয়াল তাইগাস থেকে মরুভূমি পর্যন্ত বিভিন্ন আবাসস্থলে বাস করে। বন্য শূকর, ইউরেশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া এবং উত্তরের বেশিরভাগ অঞ্চলের এটি দেখা যায়।
অবস্থাঃ
বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।