দেশি বন শুকর-Wild boar
Wild boar

Wild boar

দেশি বন শুকর

বন্য শুয়োর,দেশি বন শুকর, বুনো শূকর  যা বন্য শূকর নামেও পরিচিত। গৃহপালিত শূকরের এরা পূর্বপুরুষ। প্রজাতিটি এখন বিশ্বের অন্যতম স্তন্যপায়ী প্রাণী।

ইংরেজি নাম: Wild boar বা wild swine বা Eurasian wild pig

বৈজ্ঞানিক নাম: Sus scrofa

বর্ণনাঃ

প্রাণীটির মাথা খুব বড়। দৈর্ঘ্য ১৩৫ সেমি, লেজ ২৫ সেমি। উচ্চতা ৫৫-১১০ সেমি ও ওজন ৯০-১০০ কেজি। পুরুষ শূকর ওজন ও আকারে বড় হয়। চোখ ছোট এবং কান লম্বা ও চওড়া। প্রাণীটি সর্বোচ্চ ঘন্টায় ৪০ কিমি দৌড়াতে পারে এবং ১৪০-১৫০ সেমি উচ্চতায় লাফ দিতে পারে। সর্বোচ্চ আয়ুষ্কাল ১০-১৪ বছর। বন্দী শুয়োরগুলি ২০ বছর ধরে বেঁচে আছে।

স্বভাবঃ

এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সর্বভুক প্রাণী। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে খাবারের সন্ধানে বুনো শূকর দলবেঁধে আসে। ছোট থেকে বড় সব বয়সীদের সমন্বয়ে গঠিত তাদের এই দল। এ দলের সবচেয়ে বড় বুনো শূকরটি সাধারণত দলনেতা। তার নেতৃত্বেই তাদের দলগত এগিয়ে যাওয়ার নির্দেশনা আসে। 

প্রজননঃ

এদের প্রজননকাল সারাবছর। প্রায় তিন বা সাড়ে তিন মাস গর্ভধারণের পর চারটা থেকে বারোটা বাচ্চার জন্ম দেয়। এদের জীবনকাল প্রায় একযুগ।  

খাদ্য তালিকাঃ

ফল, মূল, লতা, পাতা, গাছের শিকড় থেকে শুরু করে উঁইপোকার ঢিবি, পিঁপড়ের ঢিবি, পাখি, পাখির বাচ্চা, ডিম বিভিন্ন প্রাণীর মাংস এদের খাবার তালিকা।

বিস্তৃতিঃ

বন্য শূকর বোরিয়াল তাইগাস থেকে মরুভূমি পর্যন্ত বিভিন্ন আবাসস্থলে বাস করে। বন্য শূকর, ইউরেশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া এবং উত্তরের বেশিরভাগ অঞ্চলের এটি দেখা যায়।

অবস্থাঃ

বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

সামাজিক অবক্ষয়ে দিন দিন বাড়ছে যৌন হয়রানী শ্লীলতাহানী ধর্ষণ
বাংলাদেশের সেরা ১০ জন গায়ক-Top 10 singers in Bangladesh
মালয়ী বনরুই-Sunda pangolin
উদবিলাই, ভোদড়-Asian small-clawed otter
চশমা পরা হনুমান-Phayre's leaf monkey
কালাচ সাপের কামড় চেনার উপায় - How to recognize Kalach snake bite
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী -Dhaka To Rajshahi Train Schedule
বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে থাকা প্রাণীসমূহ
লাল উড়ন্ত কাঠবিড়ালি-Red giant flying squirrel
বাংলাদেশের বীমা কোম্পানিসমূহের তালিকা - List of insurance companies in Bangladesh