
Small Asian mongoose
ছোট বেজি বা নকুল বা ছোট ইন্ডিয়ান বেজি হচ্ছে হারপেস্টিডি পরিবারের হারপেস্টেস গণের একটি বেজি জাতীয় প্রাণী।
ইংরেজি নাম: Small Asian mongoose
বৈজ্ঞানিক নাম: Herpestes javanicus
বর্ণনাঃ
নকুল বেজি ছোটখাটো বেজি, লেজও খাটো, সবুজ-ধূসর রঙের, সোনালি আভার কোমল লোম। ছোট বেজির দেহ খাটো ও সরু, লেজ দীর্ঘ এবং পা খাটো। লেজ আকারে পাথাসহ দেহের তিন-চতুর্থাংশ; লেজের প্রান্তদেশে লোম থাকে না। এই প্রজাতির মাথাসহ দেহের দৈর্ঘ্য ২৮ সেমি ও লেজ ২৩ সেমি।
প্রজননঃ
মহিলারা ৪৯ দিন পর্যন্ত গর্ভবতী থাকে। বছরে যে-কোন সময় একবার প্রসব করে,২-৩টি বাচ্চার জন্ম দেয়।। নবজাতকেরা সম্পূর্ণ লোমহীন, দেখতে কালো ইঁদুরের মতো। জন্মের ১৫-১৭ দিন পর চোখ ফোটে। মহিলারা ৪৯ দিন পর্যন্ত গর্ভবতী থাকে
খাদ্য তালিকাঃ
ইঁদুর, সাপ, কাঁকড়াবিছা, চেলা, বোলতা ও সব ধরনের পোকামাকড় খায়।
বিস্তৃতিঃ
ছোট বেজি বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক এবং তুরস্কেও পাওয়া যায়।
স্বভাবঃ
ঝোপঝাড় ও চাষজমিতে নিজের খোঁড়া গর্তে এদের বাস। সতর্ক দিবাচর এই প্রাণীটি ঝোপঝাড়ের আশেপাশে থাকে। দিনের পর দিন একই পথে চলাচলের দরুন বাসস্থানের আশপাশে পথচিহ্ন দেখে এদের উপস্থিতি শনাক্ত করা যায়।
অবস্থাঃ
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।