বড় বাঘডাশ-Large Indian civet
Large Indian civet

বড় বাঘডাশ

Large Indian civet

বড় বাঘডাশ বা বাঘডাসা বা বাড়খানডাস হচ্ছে ভিভেরিডি পরিবারের ভিভেরা গণের একটি সবচেয়ে বড় আকারের গন্ধগোকুল জাতীয় প্রাণী।

ইংরেজি নাম: Large Indian civet

বৈজ্ঞানিক নাম: Viverra zibetha

বর্ণনাঃ

বড় বাঘডাশ আকারে সকল গন্ধগোকুলকে ছাড়িয়ে গেলেও গেছো ভাল্লুকের পরে এদের অবস্থান। এদের মাথা দীর্ঘ। কান বড় হলেও দুকানের অবস্থান কাছাকাছি নয়। এদের আকারে তারতম্য রয়েছে। এই প্রজাতির বাঘডাশের মাথাসহ দেহের দৈর্ঘ্যের পরিসর ৮০-৮৬ সেমি, লেজ ৩৩ সেমি এবং কাঁধ উচ্চতায় ৩৮ সেমি। এদের ওজনেও তারতম্য থাকে এবং ওজনের পরিসর ৫-১১ কেজি হয়ে থাকে।

স্বভাবঃ

বড় বাঘডাশ নিশাচর প্রাণী। এটি বেশিরভাগ সময় মাটিতে থাকে।

প্রজননঃ

এটি সারা বছর প্রজনন করে । এদের ২-৪টি বাচ্চা জন্মায়।

খাদ্য তালিকাঃ

এর খাদ্যের মধ্যে রয়েছে মাছ, পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড়, বিচ্ছু এবং কাঁকড়া, পাশাপাশি হাঁস-মুরগি এবং আবর্জনা।

বিস্তৃতিঃ

বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্দোচীনে পাওয়া যায়।

অবস্থাঃ

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

লাল উড়ন্ত কাঠবিড়ালি-Red giant flying squirrel
রয়েল বেঙ্গল টাইগার,বাঘ-Bengal tiger
মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচী-Dhaka to Chandpur launch
হলুদগলা মার্টিন-Yellow-throated Marten
গয়াল-Gayal
শুশুক-Ganges River Dolphin
বিড়াল কামড় বা আঁচড় দিলে যা যা করবেন
চাকমা উপজাতির পরিচিতি - Introduction to Chakma tribe
পাংখো উপজাতির পরিচিতি - Introduction to Pangkho tribe