তিনডোরা নোঙর-Three-striped Palm Civet
Small-toothed Palm Civet

Small-toothed Palm Civet

তিনডোরা নোঙর

তিনডোরা নোঙর বা ছোট-দাঁত ভোঁদর বা ক্ষুদ্রদন্তী গন্ধগোকুল হচ্ছে ভিভেরিডি পরিবারের Arctogalidia গণের আকারে সবচেয়ে ছোট গন্ধগোকুল জাতীয় প্রাণী।

ইংরেজি নাম: Small-toothed Palm Civet

বৈজ্ঞানিক নাম: Arctogalidia trivirgata

বর্ণনাঃ

তিনডোরা নোঙর আকারে সবচেয়ে ছোট গন্ধগোকুল জাতীয় প্রাণী। এটির ছোট পশম রয়েছে যা সাধারণত একটি তেঁতুল বা বাফ রঙের এবং মাথাটি গাঢ় ধূসর। এর মুখ বাদামি রঙের একটি সাদা রেখা যা নাক থেকে কপাল পর্যন্ত। এদের দেহে দাগ থাকলেও খুব কমসংখ্যক দাগ স্পষ্ট। মাথাসহ দেহের তুলনায় লেজ বেশ দীর্ঘ। লেজটি ৫৮ সেমি । এই প্রজাতির গন্ধগোকুলের মাথাসহ দেহের দৈর্ঘ্য ৫৩ সেমি, লেজ ৬৬ সেমি। এদের ওজনে তারতম্য থাকে এবং ওজন প্রায় ২-২.৭ কেজি হয়ে থাকে।

প্রজননঃ

এরা গাছে গর্ত  করে বাসা বানায়।গাছে তৈরি গর্তগুলিতে বাচ্চা জন্মে। গর্ভধারণের সময়কাল ৪৫ দিন। বাচ্চা দেয় ২টি, চোখ বন্ধ অবস্থায় জন্মায় এবং ১১ দিনে তাদের চোখ খোলে এবং দুই মাসে দুধ ছাড়ানো হয়। এটি ১১ বছর বেঁচে থাকতে পারে।

খাদ্য তালিকাঃ

এরা সাধারণত পোকামাকড়, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ফল, ব্যাঙ এবং টিকটিকি খেয়ে থাকে।

বিস্তৃতিঃ

তিনডোরা নোঙর বাংলাদেশ ছাড়াও এটি ভারতের আসাম জেলা থেকে ইন্দোচীন এবং মালয় উপদ্বীপ এবং সুমাত্রা, বাংকা পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন অরণ্যে এদের বিস্তৃতি। , জাভা, বোর্নিও এবং ইন্দোনেশিয়ার আশেপাশের অসংখ্য ছোট ছোট দ্বীপও দেখা যায়।

অবস্থাঃ

এটি প্রাথমিকভাবে বন উজাড়ের কারণে হুমকির সম্মুখীন, যেমন অনেক দক্ষিণ-পূর্ব এশিয়ার বনজ প্রাণী। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

মেছো বাঘ-Fishing cat
বড় ইঁদুর-Greater bandicoot rat
নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত
বামন চিকা-Savi’s Pygmy Shrew
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র কারাগারে
নিয়ম মেনে কাল থেকে মসজিদে নামাজ-তারাবি পড়ার অনুমতি
শ্লথ ভালুক-Sloth Bear
উদবিলাই, ভোদড়-Asian small-clawed otter
চায়না বনরুই-Chinese pangolin
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ - The most poisonous snake in the world