ঢাকা টু দুবাই বিমান ভাড়া ২০২৩-Air fares from Dhaka to Dubai
Air fares from Dhaka to Dubai 2023

Air fares from Dhaka to Dubai 2023

ঢাকা টু দুবাই বিমান ভাড়া ২০২৩

ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫৪ হাজার ৯৯৯ টাকা । রিটার্ন ভাড়া ৭৩ হাজার টাকা ।

দুবাই-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া এক হাজার ৬৭০ এইডি এবং রিটার্ন ভাড়া ২ হাজার ৭৫৩ এইডি নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বিজনেস ক্লাসের জন্য ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ে ৭৯ হাজার ২০০ টাকা এবং রিটার্ন ভাড়া এক লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা।

অপরদিকে দুবাই-ঢাকা রুটে বিজনেস ক্লাসের ওয়ানওয়ে ভাড়া দুই হাজার ৬২০ এইডি এবং রিটার্ন ভাড়া চার হাজার ৪৫৩ এইডি।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট তেরটি এয়ারক্রাফট রয়েছে।

ঢাকা থেকে দুবাই সরাসরি ফ্লাইটের দ্রুততম ফ্লাইট সময় ৫ ঘন্টা ১৫ মিনিট। গড় ফ্লাইট সময় ৫ ঘন্টা ৩৭ মিনিট. স্টপওভার সহ ফ্লাইটের জন্য দ্রুততম ফ্লাইট সময় ৭ ঘন্টা ১০ মিনিট। ঢাকা থেকে দুবাইয়ের মধ্যে ফ্লাইটের দূরত্ব ৩৫৪৯ কিলোমিটার। ৪টি এয়ারলাইন্স রয়েছে যারা ঢাকা থেকে দুবাই সরাসরি ফ্লাইট অফার করে। ঢাকা থেকে দুবাই যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন হল এমিরেটস।

জাভাদেশীয় গণ্ডার-Sunda rhinoceros
হজসনের উড়ন্ত কাঠবিড়ালী-Hodgson's giant flying squirrel
তিনডোরা কাঠবিড়ালি -Indian Palm Squirrel
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশত আসনে নতুন মুখ
শ্বশুরের টাকায় ভোট করবেন হিরো আলম
নিয়ম মেনে কাল থেকে মসজিদে নামাজ-তারাবি পড়ার অনুমতি
এশীয় কালো ভাল্লুক-Asian black bear
মঙ্গলবার বন্ধ ঢাকার যেসব মার্কেট - Markets in Dhaka are closed on Tuesday
বম উপজাতির পরিচিতি - Introduction to the Bawm tribe
হাজং উপজাতির পরিচিতি - Introduction to Hajong tribe