ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি-Dhaka to North Bengal Train schedule
Dhaka to North Bengal Train schedule

Dhaka to North Bengal Train schedule 

ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি

একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

সড়ক পরিবহনের বিভিন্ন সুবিধার কারণে রেল অনেকেরই প্রথম পছন্দে থাকে না। আবার সড়ক পথের চেয়ে রেল তুলনামূলক নিরাপদ তাই অনেকের পছন্দের বাহন রেল। দীর্ঘ যাত্রাপথের জন্য রেল বেশ জনপ্রিয়। বাংলাদেশ রেলওয়ের রয়েছে বিশাল একটি নেটওয়ার্ক এবং বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে রেল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন একটি ভালো যাত্রী সেবা দিতে।

ট্রেন নম্বর
ট্রেনের নাম
স্টেশনের নাম
ছাড়ায় সময়
পৌছানোর সময়
ছুটির দিন
৭০৫
একতা এক্সপ্রেস
ঢাকা থেকে দিনাজপুর
সকাল ১০:০০টা
সন্ধ্যা ০৬:৫০মিনিট
মঙ্গলবার
৭৫১
লালমনি এক্সপ্রেস
ঢাকা থেকে লালমনিরহাট
রাত ১০:১০মিনিট
সকাল ০৮:২০মিনিট
শুক্রবার
৭৫৩
সিল্ক-সিটি এক্সপ্রেস
ঢাকা থেকে রাজশাহী
দুপুর ০২:৪০মিনিট
রাত ০৮:৪৫ মিনিট
রবিবার
৭৫৭
দ্রুতযান এক্সপ্রেস
ঢাকা থেকে দিনাজপুর
রাত ০৮:০০টা
ভোর ০৪:৪০মিনিট
বুধবার
৭৫৯
পদ্মা এক্সপ্রেস
ঢাকা থেকে রাজশাহী
রাত ১১:১০মিনিট
ভোর ০৪:৪০মিনিট
মঙ্গলবার
৭৬৫নীলসাগর এক্সপ্রেস
ঢাকা থেকে চিলাহাটি
সকাল ৮:০০টা
বিকাল ০৫:৪৫মিনিট
সোমবার
৭৬৯ধূমকেতু এক্সপ্রেস
ঢাকা থেকে রাজশাহী
সকাল ৬:০০টা
বেলা ১১:৪০মিনিট
রবিবার
৭৭১রংপুর এক্সপ্রেস
ঢাকা থেকে রংপুর
সকাল ০৯:০০টা
সন্ধ্যা ০৭:০০টা
রবিবার
৭৭৬
সিরাজগঞ্জ এক্সপ্রেস
ঢাকা থেকে সিরাজগঞ্জ
বিকেল ০৫:০০টা
রাত ০৯:২৫মিনিট
শনিবার
মেইল / এক্সপ্রেস / কমিউটার ট্রেন:

০৫ 
রাজশাহী এক্সপ্রেস
ঢাকা থেকে রাজশাহী 
দুপুর ১২:২০
রাত ১০:২০মিনিট
নেই

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

অনলাইনে টিকেট কাটার নিয়ম

ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।

Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।

টিকিট কাটার প্রক্রিয়া

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।

পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।

পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।

এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।

বোচা-নাক কলাবাদুড়-Short-nosed Fruit Bat
স্বৈরাচারী শাসনের চেকলিস্ট দিলেন সোহেল তাজ
নির্বাচন সুষ্ঠু হলে আ’লীগ ১০টির বেশি সিট পাবে না: কাদের সিদ্দিকী
বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে থাকা প্রাণীসমূহ
বাংলাদেশের সেরা অনলাইন শপিং সাইট
মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat
তঞ্চ্যঙ্গা উপজাতির পরিচিতি - Introduction to the Tanchyanga tribe
কোল উপজাতির পরিচিতি - Introduction to Kol tribe
মুরং উপজাতির পরিচিতি - Introduction to Murong tribe
এনজিও তালিকা বাগেরহাট - NGO List Bagerhat