মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল

সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্য সব কোটা বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।গতকাল বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের কথা শুনেছেন।এক পর্যায়ে তিনি বলেছেন, কোটা থাকবে না। কিন্তু এটি যেহেতু সাংবিধানিক ব্যাপার, একটি সিস্টেমের মধ্য দিয়ে তাই এর মীমাংসা করতে চান। কাজেই কোটা বাতিল নিয়ে কমিটি করে দিয়েছেন তিনি। কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে।জানা গেছে, প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার বিষয়টি ছাড়া তারা (কমিটি) কোটা বাতিল করতে রাজি আছেন। আর সেটিই হতে যাচ্ছে। একটি দীর্ঘদিনের ব্যবস্থা ছিল সেটি পরিবর্তন হতে যাচ্ছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ূয়া প্রমুখ।এর আগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। পরে কমিটির প্রতিবেদন নিয়ে ১৩ আগস্ট বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কোটা বাতিলে সচিব কমিটির প্রতিবেদনই চ‚ড়ান্ত।

বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালি-particolored flying squirrel
এশীয় ঘর চিকা-Asian House Shrew
ঝিনাইদহ উত্তরনারায়নপুর গ্রামের ১৮ বছরের রাজু এখনো শিশু !
বিশ্বের সেরা ১০ মুসলিম স্কলার
শুশুক-Ganges River Dolphin
বিড়াল কামড় বা আঁচড় দিলে যা যা করবেন
মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat
মুন্ডা উপজাতির পরিচিতি - Introduction to Munda Tribe
বাংলাদেশের এনজিওর তালিকা - List of NGOs in Bangladesh
বিদেশি এনজিও এর তালিকা - List of foreign NGO