লম্বালেজি গেছো ইঁদুর বা গেছো নেংটি ইঁদুর-Indian Long-tailed Tree Mouse
ইংরেজি নাম: Nilgiri long-tailed tree mouse
বৈজ্ঞানিক নাম: Vandeleuria nilagirica
বর্ণনাঃ
এরা ১০০ সেন্টিমিটারের মতো লম্বা। শরীরের প্রায় দ্বিগুণ লম্বা লেজ। তাই ওকে ‘লম্বালেজি গেছো ইঁদুর’ বলে।
স্বভাবঃ
এরা মিষ্টি নিশাচর ইদুর। বেশির ভাগ সময় গাছেই থাকে। তবে সহজে তাদের দেখা যায় না। একেতো ছোট; তারপর ভয় পেলে অথবা বিপদ সংকেত পেলেই দ্রুত লুকিয়ে যায়।
প্রজননঃ
প্রজনন মৌসুমে ৩টি থেকে ৬টি বাচ্চা দেয়। এদের মিশ্র চিরসবুজ বনে বেশি দেখা যায় ।
খাদ্য তালিকাঃ
পোকামাকড়, ফলমূল, গাছের কচি ডাল, অঙ্কুর, বা ফুলের মুকুল প্রভৃতি খায়।
বিস্তৃতিঃ
এটি ভারতে পাওয়া যায়।