ধূসরাভ সাত সহেলি-Ashy minivet
Ashy minivet

ধূসরাভ সাত সহেলি

ধূসরাভ সাত সহেলি হল পূর্ব এশিয়ার একটি প্যাসারিন পাখি যা ধূসরাভ সাত সহেলি পরিবার  প্রজাতির পেরিক্রোকোটাসের অন্তর্গত।

পাখির বাংলা নাম: ধূসরাভ সাত সহেলি এরা ‘মেটে সহেলি’ নামেও পরিচিত। 

বৈজ্ঞানিক নাম : Pericrocotus divaricatus

ইংরেজি নাম: Ashy minivet

বিবরণঃ

পাখিটি ১৮ থেকে ২১ সেন্টিমিটার লম্বা। ওজন ২০ থেকে ২৮ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারায় সামান্য তফাৎ রয়েছে। পুরুষ পাখির কপাল সাদা। মাথা কালো। ঘাড় ও পিঠ ধূসর। ডানার প্রান্ত পালক ধূসর কালো টান। লেজ কালো-সাদা। গলা সাদা। বুকের নিচে থেকে লেজতল পর্যন্ত ধূসর-সাদা। অপরদিকে স্ত্রী পাখির মাথা, ঘাড় ও পিঠ ধূসর। ডানার প্রান্ত পালক কালো, মধ্যখানে সাদা টান। দেহতল হলদে সাদা-ধূসর। উভয়ের ঠোঁট, চোখ ও পা কালচে। 

খাদ্যঃ

পোকামাকড়, কীটপতঙ্গ এদের খাবার।

প্রজননঃ

 মে থেকে জুন এদের প্রজনন মৌসুম। কাপ আকৃতির বাসা বাঁধে। সরু লতা, শিকড় ও ঘাস দিয়ে এরা বাসা বানায়। ডিম পাড়ে দু-তিনটি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন। ২০-২৫ দিনে উড়তে শেখে।

বিচরণঃ

বেশিরভাগ সময় একাকী কিংবা জোড়ায় বিচরণ করে। ধাতব কণ্ঠে ডাকাডাকি করে। চিরহরিৎ হালকা বনের বাসিন্দা।তারা প্রায়শই অন্যান্য পাখির সাথে ছাউনিতে বিচরণ করে এবং মিশ্র-প্রজাতির পালের সাথে যোগ দেয়।

বিস্তৃতিঃ

দক্ষিণ এশীয় অঞ্চলে এদেরকে বিরল বলে মনে করা হয়।। এ ছাড়া দেখা মেলে দক্ষিণ-পূর্ব সাইবেরিয়া, উত্তর-পূর্ব চীন, কোরিয়া, জাপান ও ফিলিপাইনে।

অবস্থাঃ

প্রজাতির অবস্থা নিরাপদ বলে বিবেচিত হয় এবং আইইউসিএন দ্বারা "সর্বনিম্ন উদ্বেগের" প্রজাতি হিসাবে বিবেচিত হয়। আমামি দ্বীপে প্রজাতির জনসংখ্যা ১৯৮৫-২০০১ সাল থেকে বৃদ্ধি পেয়েছে।

সিঁদুরে সাহেলি-Scarlet Minivet
খয়রাপাখ মাছরাঙা-Brown-winged Kingfisher
বড় খোঁপাডুবুরি-Great Crested Grebe
চিতিঠুঁটি গগণবেড়-Spot-billed pelican
পোষা পাখির খাবারের নাম ও দাম-Name and price of pet food
ককাটেল পাখির দাম ও খাবার তালিকা-Cocktail bird price and food list
লালবুক ডুবুরি হাঁস-Red-breasted erganser
পাহাড়ি নীলকান্ত-Oriental dollarbird
চিনা বটেরা- Rain Quail
তামাটে কাঠঠোকরা-Bay woodpecker