
নভেরা আহমেদ
নভেরা আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। তিনি শুধু ভাস্করই নন, একজন প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীও ছিলেন। নভেরা ১৯৩৯ সালে সুন্দরবনে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা সৈয়দ আহমেদের কর্মস্থলে।
নভেরার পৈতৃক নিবাস চট্টগ্রাম। একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৫৪ সালে এবং সে বছরই তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর প্যারিসে অবস্থানকালে ১৯৮৪ সালে গ্রেগরি দ্য ব্রুনসের সঙ্গে নভেরার দ্বিতীয় বিয়ে হয়। ২০১৫ সালে প্যারিসে নভেরার মৃত্যু পর্যন্ত এই দম্পতি একসঙ্গে থেকেছেন।
নভেরার উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে পরিবার (১৯৫৮), জেব্রা ক্রসিং (১৯৬৮), লুনাটিক টোটেম (১৯৬৮), যুগল (১৯৬৯), ইকারুস (১৯৬৯) ইত্যাদি। একুশে