Top 10 poets of Bangladesh
বাংলাদেশের সেরা ১০ জন কবি
জন্মঃ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
পিতা-মাতাঃ কাজী ফকির আহমদ (পিতা) জাহেদা খাতুন (মাতা)।
ডাকনামঃ দুখু মিয়া, তারাখ্যাপা।
উপাধিঃ বিদ্রোহী কবি।
পেশাঃ কবি,ঔপন্যাসিক,গীতিকার,সুরকার,নাট্যকার,সম্পাদক।
উল্লেখযোগ্য কর্মঃ চল্ চল্ চল্,বিদ্রোহী,নজরুলগীতি,অগ্নিবীণা (কাব্যগ্রন্থ)বাঁধন হারা,ধূমকেতু,বিষের বাঁশি,গজল।
পুরস্কারঃ জগত্তারিণী স্বর্ণপদক, স্বাধীনতা পুরস্কার,একুশে পদক, পদ্মভূষণ।
মৃত্যুঃ ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা, বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়।
জন্মঃ ৭ মে ১৮৬১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত জন্ম গ্রহন করেন।
পিতা ও মাতাঃ তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী ।
ছদ্মনামঃ ভানুসিংহ ঠাকুর ।
পেশাঃ কবি,ঔপন্যাসিক,নাট্যকার,প্রাবন্ধিক,দার্শনিক,সঙ্গীতজ্ঞ,চিত্রশিল্পী,গল্পকার।
উল্লেখযোগ্য রচনাবলিঃ গীতাঞ্জলি, রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, জনগণমন, ঘরে-বাইরে।
উল্লেখযোগ্য পুরস্কারঃ সাহিত্যে নোবেল পুরস্কার পায়।
মৃত্যুঃ ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০)জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
জন্মঃ জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
পিতা-মাতাঃ সত্যানন্দ দাশগুপ্ত ,কুসুমকুমারী দাশ ।
কাব্যগ্রন্থঃ রূপসী বাংলা,ধূসর পাণ্ডুলিপি,বনলতা সেন,সাতটি তারার তিমির,বেলা অবেলা কালবে।
পুরস্কারঃ রবীন্দ্র-স্মৃতি পুরস্কার,সাহিত্য অকাদেমি পুরস্কার।
মৃত্যুঃ ২২শে অক্টোবর, ১৯৫৪ তারিখে রাত্রি ১১টা ৩৫ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়।
পেশাঃ কবি,ঔপন্যাসিক,গল্পকার,প্রাবন্ধিক,দার্শনিক,গীতিকার,সম্পাদক,অধ্যাপক।
জন্মঃ ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়।
ছদ্মনামঃ টিমোথি পেনপোয়েম।
কাব্যগ্রন্থঃ মেঘনাদবধ কাব্য,তিলোত্তমাসম্ভব কাব্য,বীরাঙ্গনা,ব্রজাঙ্গনা,চতুর্দশপদী কবিতাবলী।
নাটকঃ শর্মিষ্ঠা,পদ্মাবতী,কৃষ্ণকুমারী।
প্রহসনঃ একেই কি বলে সভ্যতা ? বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
মৃত্যুঃ ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন (অর্থাভাবে) অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সাকুলার রোডে সমাধি দেওয়া হয়।
৫.জসীমউদদীন
জন্মঃ জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
উপাধিঃ পল্লীকবি।
উল্লেখযোগ্য পুরস্কারঃ একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
গ্রন্থাবলিঃ নকশী কাঁথার মাঠ,সোজন বাদিয়ার ঘাট,বালুচর,ধানখেত,রঙিলা নায়ের মাঝি।
মৃত্যুঃ ১৪ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩) ঢাকা, বাংলাদেশ।
৬.শামসুর রাহমান
জন্মঃ ২৩ অক্টোবর ১৯২৯ সালে কবি শামসুর রাহমান পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।
বাবা,মাতাঃ বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম।
পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক,স্বাধীনতা পদক,আনন্দ পুরস্কার,আদমজী সাহিত্য পুরস্কার।
উল্লেখযোগ্য গ্রন্থাবলিঃ এক ফোঁটা কেমন অনল,প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,রৌদ্র করোটিতে,বিধ্বস্ত নীলিমা,নিজ বাসভূমে,বন্দী শিবির থেকে,দুঃসময়ের মুখোমুখি,ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,বাংলাদেশ স্বপ্ন দেখে,উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,বুক তার বাংলাদেশের হৃদয়।
পেশাঃ কবি, সাংবাদিক।
মৃত্যুঃ কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ই আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭.সুফিয়া কামাল
জন্মঃ সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
পিতা,মাতাঃ পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সৈয়দা সাবেরা খাতুন।
উল্লেখযোগ্য রচনাবলিঃ সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী।
উল্লেখযোগ্য পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক,স্বাধীনতা দিবস পুরস্কার ।
মৃত্যুঃ নভেম্বর ২০, ১৯৯৯ (বয়স ৮৮) ঢাকা, বাংলাদেশ।
পেশাঃ কবি, লেখিকা।
৮.অমিয় চক্রবর্তী
জন্মঃ ১৯০১ খ্রিষ্টাব্দ ১০ এপ্রিল তারিখে রবীন্দ্র-পরবর্তী যুগের অন্যতম কবি অমিয় চক্রবর্তীর জন্ম হয়েছিল মামা বাড়িতে।
পিতা-মাতাঃ দ্বিজেশচন্দ্র চক্রবর্তী,অনিন্দিতা দেবী ।
কাব্যগ্রন্থঃ খসড়া,একমুঠো,মাটির দেয়াল,অভিজ্ঞানবসন্ত,পারাপার,পালাবদল,পুষ্পিত ইমেজ,অমরাবতী,ঘরে ফেরার দিন,অনিঃশেষ।
মৃত্যুঃ ১২ ই জুন, ১৯৮৬ শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ মৃত্যু বরণ করেন।
পেশাঃ অধ্যাপনা ।
পিতা-মাতাঃ দ্বিজেশচন্দ্র চক্রবর্তী,অনিন্দিতা দেবী ।
পুরস্কারঃ পদ্মভূষণ, সাহিত্য অকাদেমি পুরস্কার।
৯.ফররুখ আহমদ
জন্মঃ সৈয়দ ফররুখ আহমদের জন্ম ১৯১৮ খ্রিষ্টাব্দে (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে।
বাবা মাঃ তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।
মৃত্যুঃ ১৯ অক্টোবর ১৯৭৪ (বয়স ৫৬) ঢাকা, বাংলাদেশ।
পেশাঃ কবি, সম্পাদক, বেতার শিল্পী।
কাব্যগ্রন্থঃ সাত সাগরের মাঝি (প্রথম কাব্য),সিরাজাম মুনীরা।
কাব্যনাট্যঃ নৌফেল ও হাতেম।
সনেটসংকলনঃ মুহূর্তের কবিতা।
কাহিনীকাব্যঃ হাতেম তায়ী।
উল্লেখযোগ্য পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক,স্বাধীনতা পদক ।
১০.সুকান্ত ভট্টাচার্য
জন্মঃ ১৯২৬ সালের ১৫ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন।
পিতা মাতাঃ পিতা-নিবারণ ভট্টাচার্য, মা-সুনীতি দেবী।
কাব্যগ্রন্থঃ ছাড়পত্র,ঘুম নেই,পূর্বাভাস।
অন্যান্য রচনাঃ মিঠেকড়া,অভিযান,হরতাল।
মৃত্যুঃ প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কলিকাতার ১১৯ লাউডট স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্ত
সাম্প্রতিক মন্তব্য
#POET MD HEDAETUL ISLAM
আমি বাংলাদেশী কবি। আমি বিশ্ব রেকর্ড ধারী লেখক। আমার রয়েছে অজস্র সাহিত্যকর্ম অথচ আমার নাম এখানে নেই।#Ramim
Kaykubad kothai#সোহাগ
লেখা বাংলাদেশি কবি কিন্তু কাজী নজরুল সহ কলকাতায় যাদের জন্ম তারা এই লিস্টে কেন, বাংলাদেশি কবিদের লিস্ট শুরু হয় কবি আল মাহমুদ ও কবি নির্মলেন্দু গুণের নাম দিয়ে।#susil
এখানে ১ নম্বরে কাজী নজরুল ইসলামের নামটি কেন? ১ নম্বরে তো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটিই থাকা উচিত ছিলো,, সাহিত্যে কোনো বিভেদ চলে না,,, এখানে সৃজনশীলতাই আসল