আমি তোমাকেই বলে দেবো লিরিক্স -Ami Tomakei Boley Debo

Ami Tomakei Boley Debo - Sanjeeb Choudhury

গানঃ আমি তোমাকেই বলে দিবো

কন্ঠঃ বাপ্পা মজুমদার

কথাঃ সঞ্জীব চৌধুরী

সুরঃ বাপ্পা মজুমদার

ব্যান্ডঃ দলছুট

অ্যালবামঃ হৃদয়পুর


আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়


ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া


আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়


ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া


আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল


জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া


তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রঙ

তুমি জোছনার ছায়া

তুমি কান্নার রঙ

তুমি জোছনার ছায়া


আমি তোমাকেই বলে দেবো

কি যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়


ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

প্রাণ সখী রে লিরিক্স Prano Sokhi Re Lyrics
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দর শাম রাই
আমারে আসিবার কথা কইয়া-Amare Ashibar Kotha Koiya
বাবা মানে হাজার বিকেল লিরিক্স- Baba Mane Hajar Bikel
তোমরা কুঞ্জ সাজাও গো-Tomra Kunjo Sajao Go lyrics
আমি কৃষ্ণ কোথায় পাই গো - AMI KRISHN KOTHAI PAI GO
কারে দেখাবো মনের দুঃখ গো - Kare Dekhabo Moner Dukkho Go
ভ্রমর কইয়ো গিয়া Bhromor Koiyo Giya
লাল পাহাড়ির দেশে যা Lal Paharer Deshe Ja Lyrics