
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
শিল্পীঃ ফরিদা পারভীন
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
সে এখন ঘোমটা পড়া কাজল বধু দূরের কোন গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়।।
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে
ভেজা হাতে ডাকলো আমায় বললো ভালবেসে
এখানে আম কুড়োবার ধুম লেগেছে।
চল না অন্য কোথাও যাই
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।।
দুপুর বেলা মল্লিকাদীর আটচালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে।
সে কথা ভাবলে এখন বর্ষা নামে।
দুচোখে সজল বরষা
যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।।
আপনার মতামত লিখুন