প্রাণ সখী রে লিরিক্স Prano Sokhi Re Lyrics
রাধারমণ দত্ত
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে ..
আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়।
আমার নাকের বেসর তুইলা দেবো
সেইনা পথের গায়,
আমার গলার হার ছড়িয়ে দেবো
সেইনা পথের গায়,
যদি হার জড়িয়ে পরে পায়
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।