কারে দেখাবো মনের দুঃখ গো - Kare Dekhabo Moner Dukkho Go

রাধারমণ দত্ত

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ।
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া ।।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে কত কথা ছিল মনে গো ।
ভাঙ্গিল আদরের জোড়া কোন জন বাদী হইয়া ।।
কার ফলন্ত গাছ উখারিলাম কারে পুত্রশোকে গালি দিলাম গো ।
না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া ।।
কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো ।
রাধারমণ ভবে রইল জিতে মরা হইয়া ।।

বাবা মানে হাজার বিকেল লিরিক্স- Baba Mane Hajar Bikel
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
ভ্রমর কইয়ো গিয়া Bhromor Koiyo Giya
জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দর শাম রাই
মা তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা
তোমরা কুঞ্জ সাজাও গো-Tomra Kunjo Sajao Go lyrics
আমি তোমাকেই বলে দেবো লিরিক্স -Ami Tomakei Boley Debo
আমি কৃষ্ণ কোথায় পাই গো - AMI KRISHN KOTHAI PAI GO
মরিলে কান্দিস না আমার দায়-Morile Kandish Naa Amar Da
লাল পাহাড়ির দেশে যা Lal Paharer Deshe Ja Lyrics