আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় Amar Bondhu Doyamoy lyrics

রাধারমণ দত্ত

আমার বন্ধু দয়াময়


তোমারে দেখিবার মনে লয়

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয় বন্ধুরে
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসী রে
ভাইবে রাধা রমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে

কারে দেখাবো মনের দুঃখ গো - Kare Dekhabo Moner Dukkho Go
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
ভ্রমর কইয়ো গিয়া Bhromor Koiyo Giya
জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দর শাম রাই
আমারে আসিবার কথা কইয়া-Amare Ashibar Kotha Koiya
মরিলে কান্দিস না আমার দায়-Morile Kandish Naa Amar Da
আমি তোমাকেই বলে দেবো লিরিক্স -Ami Tomakei Boley Debo
আমি কৃষ্ণ কোথায় পাই গো - AMI KRISHN KOTHAI PAI GO
বাবা মানে হাজার বিকেল লিরিক্স- Baba Mane Hajar Bikel
মা তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা