আবার একটা ফুঁ দিয়ে দাও - নির্মলেন্দু গুণ

আবার একটা ফুঁ দিয়ে দাও,

মাথার চুল মেঘের মতো উড়ুক ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,

স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।


আবার একটা ফুঁ দিয়ে দাও,

আটোমেটিক ঘড়ির মতো

চলতে থাকি একা ।


আবার একটা ফুঁ দিয়ে দাও,

অন্ধকারে সলতে হয়ে

জ্বলতে থাকি একা ।


আবার একটা ফুঁ দিয়ে দাও,

ফুসফুসে পাই হাওয়া ।

বাতাসের ফেনা – আল মাহমুদ
ভয়ের চোটে – আল মাহমুদ
প্রত্যাবর্তনের লজ্জা – আল মাহমুদ
হারানো ছেলের গীত – আল মাহমুদ
ভর দুপুরে – আল মাহমুদ
ঊনসত্তরের ছড়া- ১ -আল মাহমুদ
প্রশ্নাবলী - নির্মলেন্দু গুণ
আবার যখনই দেখা হবে - নির্মলেন্দু গুণ
স্বাধীনতা, উলঙ্গ কিশোর - নির্মলেন্দু গুণ
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কবিতা - Poems on Bangabandhu and Independence