ঊনসত্তরের ছড়া- ১ -আল মাহমুদ

ট্রাক ! ট্রাক ! ট্রাক !

শুয়োরমুখো ট্রাক আসবে

দুয়োর বেঁধে রাখ।

কেন বাঁধবো দোর জানালা

তুলবো কেন খিল ?

আসাদ গেছে মিছিল নিয়ে

ফিরবে সে মিছিল।

ট্রাক ! ট্রাক ! ট্রাক !

ট্রাকের মুখে আগুন দিতে

মতিয়ুরকে ডাক।

কোথায় পাবো মতিয়ুরকে

ঘুমিয়ে আছে সে !

তোরাই তবে সোনামানিক

আগুন জ্বেলে দে।

সমুদ্র নিষাদ – আল মাহমুদ - Samudro Nishad – Al Mahmud
পাখির কথায় পাখা মেললাম – আল মাহমুদ
আমি আর আসবো না বলে – আল মাহমুদ
সময় – তসলিমা নাসরিন
টোপ -তসলিমা নাসরিন
দেহতত্ত্ব - তসলিমা নাসরিন
প্রশ্নাবলী - নির্মলেন্দু গুণ
স্মরণ - নির্মলেন্দু গুণ
একটি খোলা কবিতা - নির্মলেন্দু গুণ
স্বপ্ন, নব-ভৌগোলিক শিখা - নির্মলেন্দু গুণ