অবুঝের সমীকরণ – আল মাহমুদ

কবিতা বোঝে না এই বাংলার কেউ আর

দেশের অগণ্য চাষী, চাপরাশী

ডাক্তার উকিল মোক্তার

পুলিস দারোগা ছাত্র অধ্যাপক সব

কাব্যের ব্যাপারে নীরব!

স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল

কবিতা বোঝে না কোনো সঙ

অভিনেত্রী নটী নারী নাটের মহল

কার মনে কাতোটুকু রঙ?

ও পাড়ার সুন্দরী রোজেনা

সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে

কবিতা বোঝে না!

কবিতা বোঝে না আর বাংলার বাঘ

কুকুর বিড়াল কালো ছাগ,

খরগোস গিরগিটি চতুর বানর

চক্রদার যত অজগর!

কবিতা বোঝে না এই বাঙলার বনের হরিণী

জঙ্গলের পশু-পাশবিনী।

শকুনী গৃধিনী কাক শালিক চড়ুই

ঘরে ঘরে ছুঁচো আর উই;

বাংলার আকাশের যতেক খেচর

কবিতা বোঝে না তারা। কবিতা বোঝে না অই

বঙ্গোপসাগরের কতেক হাঙর!

বর্ষামঙ্গল নৃত্যমুখর বর্ষণ – আল মাহমুদ
দুই সহোদরার মাঝখানে - নির্মলেন্দু গুণ
আক্রোশ - নির্মলেন্দু গুণ
টোপ -তসলিমা নাসরিন
দেহতত্ত্ব - তসলিমা নাসরিন
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে লেখা চিঠি - তসলিমা নাসরিন
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি - নির্মলেন্দু গুণ
মানুষ - নির্মলেন্দু গুণ
সেরা প্রেমের কবিতা
হও ধরমেতে ধীর -অতুল প্রসাদ সেন