কাঁপুনি – আল মাহমুদ

শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?

হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি

বিদায়ের শেষ খেয়া,

ডাকছে আমাকে হাঁকছে আমাকে

আমিই শেষের লোক।

শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।

কাঁপছে নায়ের পাটাতন বুঝি

ছেড়ে যেতে উৎসুক।

আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবেনা আর

সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?

আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ

আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ।

বাতাসের ফেনা – আল মাহমুদ
কদম ফুলের ইতিবৃত্ত – আল মাহমুদ
চরিত্র – তসলিমা নাসরিন
বসন্ত বন্দনা - নির্মলেন্দু গুণ
গতকাল একদিন - নির্মলেন্দু গুণ
পতিগৃহে পুরোনো প্রেমিক - নির্মলেন্দু গুণ
বউ - নির্মলেন্দু গুণ
সোনালী কাবিন – আল মাহমুদ - Sonali Cabin – Al Mahmud
একুশের কবিতা – আল মাহমুদ
তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ- Tumi ki akhon shopno vongo kew