স্মৃতির মেঘলাভোরে – আল মাহমুদ
al-mahmoud

বাংলা কবিতা 

স্মৃতির মেঘলাভোরে -আল মাহমুদ

কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;

অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।


ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–

নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়;

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকেরলেগুন

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয়।


স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?

কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

"In the cloudy dawn of memory"

__ Al Mahmud

Happy Friday on some early morning, late night

If the angel of death comes and gives the strength to leave;

Unprepared messy house light in the dark

Whatever happens good or bad, I will accept that this is my Eid.

Leaving behind straws, dressed, food, gemini-

Some names in silence, some memories or nothing;

The lagoon of grief is accumulated in the tearful eyes

Whose hand breaks bangles? Who does the hides ? The world is of course.

Dahuk is calling the last call in the clouds of memory

Where did the boat of invisible soul crowd?

Why the heart swing, am I a fear disease?

Or is that thrilling mast swing!

Let the window and door be open when I leave.

If early morning dreamy happy Friday.

আবার আসিব ফিরে-কবি জীবনানন্দ দাস
কাটা আঙ্গুলের আংটি
হুমায়ূন আহমেদের মজার উক্তি
আসাদ বিন হাফিজ
কিছু বিখ্যাত উপন্যাসের নাম
সেরা প্রেমের কবিতা
একুশের কবিতা – আল মাহমুদ
তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ- Tumi ki akhon shopno vongo kew