ওপেনটি বাইস্কোপ-Open Tee Bioscope
Open Tee Bioscope

ওপেনটি বাইস্কোপ-Open Tee Bioscope

ওপেন্টি বাইস্কোপ বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার মধ্যে অন্যতম। মেয়েদের কাছে ওপেন্টি  বাইস্কোপ খেলাটি আজ পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছে। এটি একটি সহায়ক খেলা। দল গঠন করার জন্য এই খেলাটি খেলা হয়। এই খেলাটির সাথে জড়িত ছড়া-গানটি ব্রিটিশ যুগের ইংরেজ সাহেবদের বিনোদনের প্রতি ইঙ্গিত করে।

খেলার নিয়মাবলী

দু'জন দলপতি ফুল অথবা ফলের নামে নিজেদের দলের নাম নির্বাচন করে। তারা মুখোমুখি দাঁড়িয়ে দু'হাত দিয়ে একটি তোরণ নির্মাণ করে। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা পরস্পরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছড়া বলতে বলতে এই তোরণের নীচ দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হবার মূহুর্তে যে খেলোয়াড় তোড়নের মধ্যে অবস্থান করে তাকে দলপতিরা হাতের মধ্যে বন্দী করে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দের দলে যোগ দেয়। এই ভাবে প্রতিটি খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে মূল খেলা শুরু করে। কখনো কখনো মূল খেলা হিসেবেই ওপেন্টি বাইস্কোপ খেলাটি খেলা হয়ে থাকে। 

ওপেনটি বাইস্কোপ

নাইন টেইন টেইস্কোপ

সুলতানা বিবিয়ানা

সাহেব বিবির বৈঠকখানা

সাহেব বলেছে যেতে

পান সুপারি খেতে

পানের আগায় মরিচ বাটা

স্প্রিং এর চাবি আঁটা

যার নাম মনিমালা

তাকে দেবো মুক্তার মালা।


Openty biscope

Nine ten tescope

Sneak peek of the hair bibiana

Meeting room of Saheb Babu

Today said to go

To eat pan soup

Pepper bowl inside the pan

The key to spring is flour

Whose name is Renu Mala

Flower garland around her neck!!

পাকিস্তানের বিপক্ষে ৮৯ রানে অলআউট অস্ট্রেলিয়া
ভারত-পাকিস্তান মহারণ শুরু
সেমিফাইনাল খেলবে বাংলাদেশ !
আমতলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফিফা র‍্যাংকিং ২০২৬-FIFA ranking 2026