আবার যখনই দেখা হবে - নির্মলেন্দু গুণ

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই

বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।

এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,

অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,

আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে

তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ

দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে

দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।


এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও

মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।


‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।

স্বাধীনতা, উলঙ্গ কিশোর - নির্মলেন্দু গুণ
বাতাসের ফেনা – আল মাহমুদ
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কবিতা - Poems on Bangabandhu and Independence
চরিত্র – তসলিমা নাসরিন
হাত – তসলিমা নাসরিন
অবুঝের সমীকরণ – আল মাহমুদ
বর্ষামঙ্গল নৃত্যমুখর বর্ষণ – আল মাহমুদ
প্রশ্নাবলী - নির্মলেন্দু গুণ
স্বপ্ন, নব-ভৌগোলিক শিখা - নির্মলেন্দু গুণ
লোকে যাকে প্রেম নাম কহে – আল মাহমুদ - Loke jare prem nam kohe– Al Mahmud