প্রশ্নাবলী - নির্মলেন্দু গুণ

কী ক’রে এমন তীক্ষ্ণ বানালে আখিঁ,

কী ক’রে এমন সাজালে সুতনু শিখা?

যেদিকে ফেরাও সেদিকে পৃথিবী পোড়ে ।

সোনার কাঁকন যখন যেখানে রাখো,

সেখানে শিহরে, ঝংকার ওঠে সুরে ।


সুঠাম সবুজ মরাল বাঁশের গ্রীবা

কঠিন হাতের কোমল পরশে জাগে,

চুম্বন ছাড়া কখনো বাঁচে না সে যে ।

পুরুষ চোখের আড়ালে পালাবে যদি,

কী লাভ তাহলে উর্বশী হয়ে সেজে?


বৈধ প্রেমের বাঁধন বোঝো না যদি,

কী ক’রে এমন শিথিল কবরী বাঁধো?

চতুর চোখের কামনা মিশায়ে চুলে

রক্তপলার পাথর-বাঁধানো হার

ছিঁড়ে ফেলে দাও, স্বপ্নে জড়াও ভুলে ।


কী ক’রে এমন কামনা-বাসনা-হারা

তাড়িত সাপের ত্বরিৎ-ফণার মতো

আপন গোপন গহনে মিলাও ধীরে?

বিজলি-উজ্জ্বল তিমির-বিনাশী শিখা

যেদিকে ফেরাও সেদিকে পৃথিবী পোড়ে ।

না ঘুমানোর দল – আল মাহমুদ
জেলগেটে দেখা – আল মাহমুদ -Jailgate a Dekha – Al Mahmood
হারানো ছেলের গীত – আল মাহমুদ
পাখির মতো – আল মাহমুদ
মোনালিসা - নির্মলেন্দু গুণ
দেহতত্ত্ব - তসলিমা নাসরিন
একটি খোলা কবিতা - নির্মলেন্দু গুণ
বউ - নির্মলেন্দু গুণ
বখতিয়ারের ঘোড়া-আল মাহমুদ
ওপেনটি বাইস্কোপ-Open Tee Bioscope