মানুষের হৃদয়ে ফুটেছি - নির্মলেন্দু গুণ

গতকাল ছিল কালো-লালে মেশা

একটি অদ্ভুত টুনটুনি ।

লাফাচ্ছিল ডাল থেকে ডালে,

পাতার আড়ালে, ফুল থেকে ফুলে ।


তার সোনামুখী ঠোঁট, যেন

কলমের ডগায় বসানো একরত্তি হীরে ।

প্রতিটি আঁচড়ে কেটে ভাগ করছিল

ফুল থেকে মধু, মধু থেকে ফুল;

আমার সমস্ত কলতল ভেসে যাচ্ছিল

রক্তকরবীর মধুস্রোতে ।


আজ সকাল থেকেই রক্তকরবীর ডালে

ফুলের আগুন-জ্বলা হাত;

ফুল তুলছেন এক বৃদ্ধা পূজারিণী ।

তার হাতে রক্তকরবীর নকশা কাটা সাজি ।


মধু নয়, শূন্য বৃন্তে শুভ্রকষধারা ।

কলতলে রক্তকরবীর হু হু কান্না,

আমি কী করব? আমি কী করব?

রক্তকরবীর ডালে আমি তো ফুটিনি ।

আমি পৃথিবীর দুঃখী ফুল,

মানুষের হৃদয়ে ফুটেছি ।

সোনালী কাবিন – আল মাহমুদ - Sonali Cabin – Al Mahmud
জেলগেটে দেখা – আল মাহমুদ -Jailgate a Dekha – Al Mahmood
লোকে যাকে প্রেম নাম কহে – আল মাহমুদ - Loke jare prem nam kohe– Al Mahmud
আবার আসিব ফিরে-কবি জীবনানন্দ দাস
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত – তসলিমা নাসরিন
প্রত্যাবর্তনের লজ্জা – আল মাহমুদ
হাত – তসলিমা নাসরিন
অভিমান – তসলিমা নাসরিন
একুশের কবিতা – আল মাহমুদ
ওপেনটি বাইস্কোপ-Open Tee Bioscope