চরিত্র – তসলিমা নাসরিন

তুমি মেয়ে,

তুমি খুব ভাল করে মনে রেখো

তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে

লোকে তোমাকে আড়চোখে দেখবে।

তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে

লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।

তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে

লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে।

যদি তুমি অপদার্থ হও

তুমি পিছু ফিরবে

আর তা না হলে

যেভাবে যাচ্ছ, যাবে।

কাঁপুনি – আল মাহমুদ
সময় – তসলিমা নাসরিন
স্মৃতির মেঘলাভোরে – আল মাহমুদ
পৃথিবী - নির্মলেন্দু গুণ
স্মরণ - নির্মলেন্দু গুণ
অভিমান – তসলিমা নাসরিন
মানুষ - নির্মলেন্দু গুণ
হারানো ছেলের গীত – আল মাহমুদ
পাখির মতো – আল মাহমুদ
কবিতা এমন – আল মাহমুদ