ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আইরিশ গায়িকা
সিনেড ও’কনার
অসাধারণ কন্ঠের জন্য বিশ্বব্যাপী সমাদৃত সিনেড ও’কনার।সেই সাথে নিজের নামও পাল্টে ‘সুহাদা’ রেখেছেন

অসাধারণ কন্ঠের জন্য বিশ্বব্যাপী সমাদৃত সিনেড ও’কনার। ১৯৯০ সালে সারা বিশ্বে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দিকেদিকে। ৫১ বছর বয়সী এই শিল্পী হঠাৎ-ই এবার ইসলাম ধর্ম গ্রহণ করে শিরোনাম হলেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর টুইট করে তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত এবং যেসকল মুসলিম ভাই ও বোনেরা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

শুধু তাই নয়, টুইটারে প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন এই গায়িকা। যেখানে তাকে আযানকে সুরে সুরে গাইতে দেখা যায়।

এদিকে গত বৃহস্পতিবার আইরিশ ইমাম শায়খ ড. উমর আল-কাদেরি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে এই ইমামের সাথে এই গায়িকাকেও কলিমা শাহাদাৎ আওড়াতে দেখা যায়।

তবে নাম পরিবর্তন বা ধর্মীয় বিষয় নিয়ে উচ্চবাক্য করা সিনেডের এবারই প্রথম নয়। গত বছরও তিনি নিজের নাম পরিবর্তন করেছিলেন।

ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম - Rules for praying Eid-ul-Azha
ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া - Dua to sleep and dua to wake up
রমজানের দোয়া ও আমল - Prayers and deeds of Ramadan
জেনে নিন কি পরিমান সম্পত্তি হলে যাকাত ফরজ
মুসলিম মেয়েদের আধুনিক নাম
ঘুমের ভেতর ভয় পেলে যে দোয়া পড়বেন - If you are afraid in your sleep, read the prayer
জুমআ নামাজ পড়তে না পারলে কী করণীয়? - What to do if you can not read Friday prayers?
জুমার দিনের মর্যাদাপূর্ণ আমল - The dignified act of Friday
শিয়া ইসলামের ইতিহাস - History of Shia Islam
সালাম ফেরানোর পর যে দোয়া পড়বেন - After returning the salam, recite the prayer