জেনে নিন কোন ফলে কোন পুষ্টি উপাদান বেশি

ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎসই হচ্ছে ফল। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ১১৫ গ্রাম ফল খাওয়া দরকার

কোন ফলে কোন পুষ্টি উপাদান বেশি:

ভিটামিন ‘এ’: ভিটামিন ‘এ’ বেশি আছে- পাকাআম, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, আনারস, আমড়া, পেয়ারা, লাল বাতাবি লেবু, বাঙি, জাম, জামরুল, গোলাপ জাম ও খুদিজামে। 

ভিটামিন বি১: পাকা আম, পাকা কাঁঠাল, পাকা কলা, আনারস, ডাবের পানি, বাঙি, আমড়া, কামরাঙ্গা, কদবেল, পানিফল ।

ভিটামিন বি২: পাকা কাঁঠাল, পেয়ারা, বাঙি, আমলকী, জামরুল, লিচু, বরই, আতা, লটকন, ডেউয়া, অরবরই।

ভিটামিন সি: আমলকী, অরবরই, পেয়ারা, জাম্বুরা, ডেউয়া, লেবু, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, খুদিজাম, গোলাপজাম, আম, কুল, কমলা, জাম, জলপাই, আতা, লিচু।

ক্যালসিয়াম:লেবু, কদবেল, আমড়া, নারিকেল, ডেউয়া, জগডুমুর, গাব, অরবরই, বেল, জাম্বুরা, পেঁপে, আমলকী, তেতুঁল, কাঁঠাল, কমলা, জাম, ডালিম, জলপাই, খেজুর।

আয়রন: তরমুজ, আম, পেয়ারা, লেবু, জাম, আতা, কামরাঙ্গা, আমড়া, নারিকেল, জলপাই, আমলকী, জগডুমুর, অরবরই, খুদিজাম।

ফসফরাস: আতা, আম, কলা, কাঁঠাল, খেজুর, জলপাই, জামরুল, ডালিম, তালের শাঁস, নারিকেল, পেয়ারা, জাম্বুরা, বেল, লিচু।

শর্করা: খেজুর, কলা, কুল, আম, তাল, গোলাপজাম।

খাদ্যশক্তি বেশি: নারিকেল, খেজুর, আতা, গাব, কলা, কুল, আম, লিচু, লেবু, বেল, ডালিম, আমড়া, জলপাই, তেঁতুল, তাল, পানিফল, লটকন, চালতা, বিলাতিগাব, ডেউয়া


গাঁজার নেশা থেকে মুক্তির উপায় - Ways to Get Rid of Cannabis Addiction
কোমর ব্যথা দূর করার ঘরোয়া উপায় - Home Remedies for Back Pain
ইসবগুলের ভুষির উপকারিতা
পিপুল গাছের উপকারিতা
শতমূলের উপকারিতা ও ঔষদি গুণ
চিচিঙ্গার উপকারিতা
গাজা খাওয়ার অপকারিতা
বাজারের সেরা ১০টি নাইট ক্রিম- Top 10 Night Creams on the Market
ন্যাচারাল মেকআপ করার নিয়ম-Rules for doing natural makeup
কোন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন - Any foundation for any skin