ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোয়েবকে ৯৬ ব্যাচের বন্ধু মহলের ফুল দিয়ে  শুভেচ্ছা বিনিময়
বন্ধুমহলের ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন


প্রভাষক  শরিফুল আলম সোয়েবকে বেগম রহিমা ইসলাম অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পাওয়ায় এস,এস,সি ৯৬ ব্যাচের বন্ধুমহল ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আজ শুক্রবার রাতে বন্ধু মহলের আয়োজনে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় বন্ধু মহলের অফিস কার্যালয়ে তাকে ফুল দিয়ে  শুভেচ্ছা জানানো হয়।
জানাযায়, প্রভাষক শরিফুল আলম সোয়েব ১৯৯৬ সনে এস,এস,সি পাশ করেন।  ২০১০ সনে প্রতিষ্ঠিত বেগম রহিমা ইসলাম অনার্স কলেজে ২০১৪ সনে কৃষি শিক্ষা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হন। সম্প্রতি সময়ে ওই কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সেচ্চায় অব্যহতি নিলে অধ্যক্ষ পদটি শুন্য হয়। প্রভাষক শরিফুল আলম সোয়েবের ওই কলেজে ৭ বছরের কর্মজীবনে ২০২০ সনের ১৩  সেপ্টম্বর ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দ্বায়িত্ব গ্রহন করেন। বেগম রহিমা ইসলাম অনার্স  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পাওয়ায় এস,এস,সি ৯৬ ব্যাচের  বন্ধু মহল তাকে অভিনন্দন ও ফুল দিয়ে  শুভেচ্ছা জানিয়েছেন। এসময়ে এস,এস,সি ৯৬ ব্যাচের সকল বন্ধুরা অংশগ্রহন করেন।
বন্ধুমহলের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোয়েব বলেন, আমার অল্প বয়সে বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব দেয়া কৃতজ্ঞতা জানাই  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে। আমি তার আদর্শ ও দোয়া নিয়ে আমার উপর দেয়া  অর্পিতগুরু দ্বায়িত্ব পালন করবো।  

আমতলীতে গণশুনানী
বিজয়ের আনন্দে শামীমকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন --জহির সিকদার
যারা টিআর কাবিখা লুট করে তাদের সাধারণ মানুষ আর ভোট দিবে না -- টিপু
নদী ভাঙ্গন রোধ ও বেকারত্বের স্থায়ী সমাধান করা হবে --গোলাম কিবরিয়া টিপু
আমতলীতে ১০৫ পিচ ইয়াবাসহ ২ কারবারীকে গ্রেফতার
চরফ্যাসন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নিখোঁজের ১মাসেও খোঁজ মিলেনি
আগামী কাল চরফ্যাসন আসছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী
চরফ্যাসনে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক
চরফ্যাসনে বিদ্যুৎ স্পর্শে নারীর মৃত্যু
চরফ্যাসনের চরকলমী ইউনিয়নে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু