মেঘনায় কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবে দুইজনের মৃত্যু
ফাইল ফটো
হিজলা উপজেলার মেমানিয়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবে দুইজনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার।


মৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর ছেলে আব্দুর রব বেপারী (৬০) ও একই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ভূঁইয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রাজিব ভূঁইয়া (১৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি অসীম কুমার সিকদার সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর এলাকা থেকে হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের শাওড়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ১৪ জন আরোহী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিল। এসময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।


এতে চালক ও ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই যাত্রী নিখোঁজ ছিল। পরে জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। 

খেলার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষানুরাগিদের ভুমিকা রাখতে হবে
চরফ্যাসনে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন
চরফ্যাসনে প্রবাসীর স্ত্রীকে মারধর
চরফ্যাসনে ঈদের জামাত না পেয়ে মসজিদের ইমামকে মারধর
শরিফুল আলম সোয়েব রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত
চরফ্যাসনে ধর্ষণচেষ্টা মামলা তুলে নিতে হুমকী, পালিয়ে বেড়াচ্ছে বাদিনী
চরফ্যাসনের তিন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন
চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু
চরফ্যাসনে জুয়ার আসর থেকে গ্রাম পুলিশ আটক,অর্থদন্ড
চরফ্যাসন ও মনপুরায় তিন হাজার এইচএসসি পরীক্ষার্থীর টিকা দান কার্যক্রম উদ্বোধণ