বাংলাদেশের শীর্ষ দশ জন ধনী ব্যক্তি
বাংলাদেশের শীর্ষ দশ জন ধনী ব্যক্তি


মুসা বিন শমসের


তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের এর মালিক। তিনি প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক ।

সালমান এফ রহমান


বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।চীনের প্রতিষ্ঠান হুরুনডটনেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমান ১৩০ কোটি ডলারের মালিক। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে এ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৪০০ কোটি টাকা।

আহমেদ আকবর সোবহান


তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।

কোর্স টি করতে ক্লিক করুন

এম এ হাশেম


তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান । তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক ।

আজম জে চৌধুরী


তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট । তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক ।

গিয়াস উদ্দিন আল মামুন


তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।

রাগিব আলী


তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী।তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।

শামসুদ্দিন খান


তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।

ইকবাল আহমেদ


তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক ।

সাইফুল ইসলাম কামাল


তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক ।

বাংলাদেশের ধনীদের তালিকা ২০২১,বাংলাদেশের সেরা ধনীর তালিকা ২০১৯,বাংলাদেশের সেরা ১০ ধনী ২০২১,বাংলাদেশের শিল্পপতিদের তালিকা,বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ২০২১,বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকা ২০২০,বাংলাদেশের শীর্ষ ১০০ ধনী ২০২১

ভারত মহাসাগরীয় শুশুম মাছ-Indian Ocean Finless Porpoise
চিত্রা ডলফিন-Pantropical spotted dolphin
ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুত উপকূলবাসী মানুষের মাঝে আতঙ্ক
বাংলাদেশের সেরা ১০ পলিটেকনিক
সিফাত উল্লাহ ওরফে সেফুদার জীবনী
বড় বাঘডাশ-Large Indian civet
চিত্রা হরিণ-cheetal Deer
২০২২ সালের সেরা করদাতা
মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat
উপজাতিদের খাবারের তালিকা - Food list of tribes